বীরগঞ্জে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে এক যুবক লাইনম্যানের মৃত্যু
Published on Sunday, September 20, 2020 at 11:25 pm
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে ১৯ সেপ্টেম্বর বিকেলে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে এক যুবক লাইনম্যানের মৃত্যু হয়েছে। উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে সাতোর ইউনিয়নের ভ‚তপোখর গ্রামে একই ইউনিয়নের ডাকেশ্বরী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে পারভেজ
ইসলাম (১৮) বর্তমানে একই উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ গ্রামে নানার বাড়ীতে বসবাসকারী। ডিসলাইনের কাজে কর্মরত পারভেজ বিদ্যুতের ৪৪০ পোলে উঠে ডিসলাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে মুত্যু হয়েছে। স্বজনেরা ওই দিন যুবকের লাশ সুন্দরীহাটগাছ গ্রামে এনে দাফন সম্পন্ন
করেছে। যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
Leave a Reply