বীরগঞ্জে ডিসের লাইনের তার চুরির ঘটনায় সংঘর্ষ আহত -১ এলাকাবাসী কর্তৃক আটক-৩
Published on Monday, July 6, 2020 at 12:08 am
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে ডিসের লাইনের তার চুরির
ঘটনায় সংঘর্ষ আহত -১ এলাকাবাসী কর্তৃক আটক-৩ থানায় মামলা।
উপজেলার মরিচা ইউনিয়নের শালবাড়ী ডাবরা এলাকার মাঠপাড়া গ্রামে ৩ জুলাই গভির রাতে
বৃষ্টির সময় ডিস লাইনের তার চুরির ঘটনা ঘটে আজিজার রহমান, ইউপি সদস্য আব্দুস সাত্তার
ও ইউপি সদস্য মোজাম্মেল হক, রুবেল ইসলাম সহ এলাকাবাসীকে নিয়ে গিয়ে সোহেল পিলারে
উঠে তার কেটে চুরি করার প্রমান পাওয়া যায়।
তারা চোরকে আটক করতে চাইলে চোরের সহযোগীরা স্থানীয় মালিক আজিজারের উপর হামলা
চালিঢে তাকে আহত করে। এলাকাবাসীরা আহত আজিজারকে মুমুর্ষ অবস্থায় দিনাজপুর এম
আব্দুর রহিম মেডিক্যল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলা কারীরা পালিয়ে গেলেও পিলারে উঠে
থাকা সোহেল জনতার হাতে ধরাপরে। সংবাদ পেয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। ডিস লাইনের
তার চুরির ঘটনায় ৪নং-মামলা তারিখ ৪ জুলাই/২০২০ইং দায়ের করা হয়েছে।
Leave a Reply