বীরগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published on Monday, October 7, 2019 at 11:36 am
আবেদ আলী, বীরগঞ্জ প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ৬ অক্টোবর সকালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” স্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে জন্ম নিবন্ধন দিবসের গুরুত্ব ও তাৎৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক মানিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন ও অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply