বীরগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন
Published on Saturday, September 21, 2019 at 7:10 pm
আবেদ আলী, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ২১ সেপ্টেম্বর খুনির ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মোহনপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তারের ছেলে উখিয়া উপজেলায় ব্রাক এনজিওতে কর্মরত মাজাহারুল ইসলাম মিলন (২৮)কে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে।
উখিয়া থানা পুলিশ খুনি আলউদ্দিনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী ও স্বজনেরা খুনি আলউদ্দিন ও তার সহযোগিদের ফাঁসির দাবিতে বীরগঞ্জ পৌরসভার মুক্তিযুদ্ধ বিজয় চত্বর (পুরাতন শহীদ মিনার) সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
নিহত মাজাহারুল ইসলাম মিলনের ভাবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা আক্তার বৃষ্টি কান্না জড়িত কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কশন করে খুনি আলাউদ্দিন ও তার সহযোগিদের ফাঁসির দাবি জনান। মানববন্ধন চলাকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবির সর্মথনে বক্তব্য রাখেন অনেকে।
Leave a Reply