বীরগঞ্জে ওয়ার্সকাস পার্টির সদস্য প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত মোকবুল হোসেন হাসপাতালে ভর্তি
Published on Tuesday, October 6, 2020 at 9:44 pm
মোঃ আবেদ আলীঃ বীরগঞ্জে ওয়ার্সকাস পার্টির সদস্য প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত মোকবুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের বাসিন্দা ওয়ার্সকাস পার্টির সদস্য মোকবুল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার সকালে একা পেয়ে প্রতিবেশী জামাল, আলিম ও আনুফা একজোট হয়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।
আহত মোকবুল হোসেনের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা প্রতিবেশী জামাল, আলিম ও আনুফা’র বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। সরেজমিন গিয়ে জানা গেছে, উভয় পরিবারের মাঝে দীর্ঘ দিনের বিবাদ জহির এরআগে জামালকে মেরে পাঁজরের হার ভেঙ্গে দেয়। মামলা হয় পরবর্তীতে আপোষ মিমাংসা করা হয়। উল্লেখিত ঘটনায় ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় নিয়ন্ত্রন কমিটির সদস্য দিনাজপুর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আব্দুল হক এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান তিনি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। আহত মোকবুল হোসেনের ছেলে বাবু ইসলাম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পুলিশ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply