বিরামপুর সীমান্তে বিজিবির ফেস্নিডিল উদ্ধার
Published on Tuesday, August 11, 2020 at 11:16 pm
জলাল উদ্দিন রুমি : দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তে র্বডার র্গাড বাংলাদেশে (বিজিবি) ব্যাটাণিয়ন জয়পুর হাট, এর র্অন্তভুক্ত দাউদপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ২'শতাধকি বোতল ফেন্সডিল উদ্ধার করেছে। ২০ বিজিবির দাউদপুর ক্যামকমান্ডার নায়েব সুবেদার শাহ আলম মুঠফোনে জানান, ১১ আগস্ট সকাল সাড়ে সাতটার সময় গোপন সংবাদরে ভিত্তিতে তাঁর নির্দেশে টহল দলের সদস্যরা উপজেলার দক্ষিন দাউদপুর সীমান্তের মেইন পিলার ২৮৯ এর ৪৬ সাব পিলার হইতে দেড়শত গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেয়। এসময় মাদক চোরাকারবারির দল ভারত থেকে মাদক নিয়ে ওই পথদিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মাদক ফেলে ভারতীয় সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২'শ ১২ বোতল ফেস্নিডিল উদ্ধার হয়েছে। উদ্ধার কৃত মাদকের সিজার মূল্য চৌরাশি হাজার আটশত টাকা বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে ২০ র্বডার র্গাড বাংলাদেশ (বিজিবি) জয়পুর হাট, ব্যাটালিয়নের অধিনায়ক লে: র্কনেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু বিরামপুর সীমান্তে মাদক উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
Leave a Reply