বিরামপুরে ২ মাদক ব্যবসায়ী আটক
Published on Monday, September 2, 2019 at 1:52 pm
কে এস জনীঃ দিনাজপুরের র্যাব-১৩ পৃথক অভিযান চালিয়ে খোকন হোসেন (২৫) ও দিলবর রহমান (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মর্মে জানা যায়। ঐ সময় দুই জনের নিকট থেকে থেকে একশত ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৫০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।
গত শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর এবং বিরামপুর উপজেলার বিজুল বাজারে পৃথক অভিযান চালিয়ে উক্ত মাদকদ্রব্য আটক করেন।
আটকীয় ব্যাক্তিগণ হলেন, নবাবগঞ্জ উপজেলার শেরনগর এলাকার মো.ওয়াহেদুল ইসলামের ছেলে খোকন হোসেন(২৫) এবং বিরামপুর বিজুল মাগুড়া পাড়ার মোকলেছার রহমানের ছেলে দিলবর রহমান (৩৩)।
দিনাজপুর র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সৈয়দ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব বলেন, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল।গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply