বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ যুবক
Published on Wednesday, January 29, 2020 at 8:55 pm
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভেপু মেশিনের (ট্রেজার) সঙ্গে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় নবাবগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপূরী এলাকার সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), একই এলাকার সেতাবুল ইসলামের ছেলে ওসমান গনি (৩০) ওই গ্রামের বিপ্লব হোসেন (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেলে তিন যুবক নবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে একটি এক্সক্যাভেটরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালরে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় বিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
Leave a Reply