বিরামপুরে স্কাউটদের নিয়ে নির্বাহী কর্মকর্তার করোনা কর্মসূচি
Published on Saturday, July 18, 2020 at 9:54 pm
জালাল উদ্দিন রুমি : দিনাজপুরের বিরামপুরে দিনাজপুর -৬ এর জাতীয় সংসদ শিবলী সাদিক মহোদয়ের দিকনির্দেশনায় করোনা ভাইরাস থেকে জনসাধারণকে সুরক্ষায় রাখতে স্কাইটদেন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এক নতুন কর্মসূচি পালন করেছেন।
শনিবার সকাল এগারটার পর উপজেলা শহরের ঢাকা মোড়ে রোভার স্কাউটদের নিয়ে পথচারি, রিক্সাচালক, শপিংমলে আগত ক্রেতা ও বিক্রেতাদের মূখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা, শপিংমলে প্রবেশের আগে ভালভাবে পরিস্কার পানি ও সাবান দিয়ে দু'হাত পরিস্কার করাসহ করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, উপজেলা আওমী লীগের সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর ইসলাম,সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান প্রমূখ। ।
Leave a Reply