বিরামপুরে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু
Published on Saturday, December 5, 2020 at 11:25 pm
জালাল উদ্দীন রুমী :দিনাজপুরে বিরামপুরে ধৃত সাপের ছোবলে ওবায়দুল ইসলাম (২৮) নামে এক সাপুড়ে যুবকের মৃত্যু হয়েছে। সে বিরামপুর প্রাণিসম্পদ হাসপাতাল এলাকার আলম সাপুড়ের ছেলে।
এলাকাবাসিরা জানিয়েছেন, ৪ ডিসেম্বর শুক্রবার দুপুরে সাপুড়ে ওবায়দুল ইসলাম সাপ ধরতে উপজেলার মাহমুদপুর বালুপাড়া এলাকার এক জঙ্গলে যায়। সেখানে গর্তখুড়ে একটি গোখরা সাপ ধরে ব্যাগে পুরে বাড়ি ফেরার পথে ব্যাগের বাঁধন খুলে সাপ বেরিয়ে সাপুড়ে ওবায়দুলের হাতের আঙ্গুলে ছোবল মারে। সাপটিকে ব্যাগে আটকিয়ে দ্রুত বাড়ি ফিরে তার বাবাকে বললে তার বাবা সাপুড়ে আলম হোসেন ঝাড়ফুক দেয়। এতে উন্নতি না হলে রাতেই ওবায়দুলের বাবা উন্নতর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসারত অবস্থায় রাতেই ওবায়দুল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সাপুড়ে ওবায়দুল ও তার বাবা আলম হোসেন বেশ কিছুদিন ধরে পরিবারসহ ভাসমান হিসেবে বিরামপুর প্রাণিসম্পদ অফিসের পার্শ্বে বসবাস করছিলেন।
তাদের আদি বাড়ি জেলার ঘোড়াঘাট উপজেলায় বলে এলাকাবাসি জানিয়েছেন।
এ বিষয়ে বিরামপুর থানা ডিউটি অফিসার সাপের কামড়ে সাপুড়ে যুবক ওবায়দুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।।
Leave a Reply