বিরামপুরে মোটর সাইকেল হেলমেট ব্যবহারে বিশেষ অভিযান
Published on Saturday, March 2, 2019 at 8:15 am

এমসি ডেস্ক: দিনাজপুর বিরামপুরে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিধানে জন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করার দৃশ্য অবলোকন করা যায় । তথ্য মতে জানা যায় যে দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে বিরামপুর থানার তদন্ত ওসি সোহেল রানার নের্তৃতে ২রা মার্চ বিরামপুর পল্লবী মোড়ে হেলমেট ছাড়া আরোহীগনকে হিলমেট ব্যবহারে উৎসাহ অভিযান পরিচালনা করেন বিরামপুর থানা পুলিশের একটি দল ।
এ বিযয়ে থানার তদন্ত ওসি সোহেল রানার নিকট জানতে চাইলে তিনি বলেন দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহী গন কে হেলমেট ব্যবহারে উৎসাহ প্রদানে জন সচেতনতা সৃষ্টির লক্ষে অভিযান পরিচালনা করা হচ্ছে,তবে কোন প্রকার মামলা দেওয়া হচ্ছে না যাতে করে মোটরসাইকেল আরোহী নিজে জীবনের প্রতি জোরালো ভূমিকা রেখে রাস্তায় চলাচল করার অভ্যাস গড়ি তুলতে পারে ।
এ বিযয়ে মোটরসাইকেল আরোহীগনের নিকট জানতে চাইলে তারা বলেন বর্তমানে পুলিশের এই কাজকে আমরা সাদুবাদ জানাই,এমন কার্যক্রম অব্যাহত থাকলে জনজীবনের প্রতি মূল্যায়ন দেশ ও জনগণের প্রতিক রক্ষা করতঃ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান ।
Leave a Reply