বিরামপুরে মাদকদ্রব্য সহ আটক-১
Published on Thursday, October 3, 2019 at 1:15 pm
দুলাল হোসেনঃ দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ একজন কে আটক করেছেন র্মমে জানা যায়। তথ্য মতে জানা যায় যে, বিরামপুর থানার বিশেষ অভিযানে ১ অক্টোম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা অফিসার ইনর্চাজ মনরিুজ্জামান মনিরের নের্তত্বে অভিযানবহরটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম মহল্লার ফয়জুর রহমানের ছেলে আঃ রউফ ওরফে লিওন(৩৩),কে ভারতীয় নিষিদ্ধ ৪০বোতল ফেন্সিডিল সহ আটক করেন।
আটকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে র্মমে বিরামপুর থানা সূত্রে মতে জানা যায়।
Leave a Reply