বিরামপুরে ফেন্সিডিল উদ্ধার” তিন মাদক ব্যবসায়ীকে আটক করলেন ওসি
Published on Sunday, September 22, 2019 at 6:49 pm
দুলাল হোসেনঃ দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩০০’শ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার কাটলা ইউপি’র অভিরামপুর গ্রামের মৃত্যু কাদের হোসেনের ছেলে বাবুল (৪৫), মৃত্য গেডা মুর্মুর ছেলে শ্রী টেবল মুর্মু (৩৫), ঠেনু মুর্মুর ছেলে সাহেব মুর্মু (৩০)।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, রবিবার (২২শে সেপ্টেম্বর) ভোর রাত্রে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খাঁনপুর ইউপির দেবীপুর বাজার রেলগেট নামক স্থান দিয়ে ৩ জন যুবক ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে উৎ পেতে থাকি। পরে যুবকদ্বয় পায়ে হেটে এলে সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া করে আটক করি। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা ৩০০ বোতল ফেন্সিডিলসহ বাবুল, টেবল মুর্ম ও সাহেব মুর্মুকে আটক করা হয়।
ওসি আরও জানান, আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply