বিরামপুরে ফেন্সিডিলসহ দুই যুবক আটক
Published on Monday, December 30, 2019 at 4:01 pm
বিরামপুর (দিনাজপুর) থেকে, জালাল উদ্দীন রুমীঃ
দিনাজপুরের বিরামপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দু' জন মাদক চোরাকারবারি যুবক'কে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতরা যথাক্রমে উপজেলার মুকুন্দপুর ইউপি'র জগদিশপুর চিরিরপাড় গ্রামের আজমল হোসেনের ছেলে আক্তারুজ্জামান ওরফে হৃদয় (১৯) ও পলিরামকৃষ্ণপুর হিন্দুপাড়া গ্রামের প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে পলল চন্দ্র রায় (২০)।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ১'শ ৯৮ বোতল ফেন্সিডিল, এক বোতল ভারতীয় মদ ও একটি অটো চার্জার রিক্সাসহ আক্তারুজ্জামান ওরফে হৃদয় ও পলল চন্দ্র রায়কে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর মাদক চোরাকারবারির সহযোগী এনামুল হক মোটরসাইকেল যোগে পালিয়ে যায় । আসামীদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পৃর্বক শনিবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply