বিরামপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
Published on Thursday, November 21, 2019 at 5:32 pm
জালাল উদ্দীন রুমীঃ দিনাজপুরের বিরামপুরে প্রতিপক্ষ হাসিনুর রহমার চৌধুরীর রংপুরে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে বিরামপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। তিনি উপজেলার পৌর শহরের ঈদগা আবাসিক এলাকার মো. মকছেদুর রহমানের ছেলে।
আব্দুল্রাহ আল মাসুদ চৌধুরী ২১ নভেম্বর বিরামপুর প্রেসক্লাড্বের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষ উপজেলার একইর এলাকার মৃত. মতিয়ার রহমান চৌধুরীর ছেলে হাসিনুর রহমান চৌধুরী একজন অর্থলুভি ও মামলা বাজ ব্যক্তি। তিনি তাঁদের রেজিঃ জমিজমা আত্নসাতের লক্ষে হৈরানি করে আসছেন। গত গত ৪ আগষ্ট আমার লেবাররা আমার জমিতে আমন চারা রোপন করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ হাসিনুর রহমান চৌধুরী, ছেলে এনায়েত, ভাজতা হুমায়ুন ও ভাই আকতারুজ্জামান ওরফে মানিক চৌধুরীসহ লোকজন নিয়ে কামলাদের উপর হামলা চালায়। হামলায় মোসলেম চৌধুরী ও তাঁর ছেলে আলমগীর চৌধুরী সহ আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়।এ বিষয়ে বিরামপুর থানায় একটি মামলা হয়। যাহার মামলা নং -৭। গত ৯ নভেম্বর হাসিনুর রহমান চৌধুরী লাঠিয়াল বাহিনীদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার জমির ধান কাটতে গেলে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র জব্দ করে থানায় আনে। এই কারনেই আমার উপর ও বিরামপুর থানা পুলিশ প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ নভেম্বর রংপুরে সাংবাদিক সম্মেলন করেন। আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী বিষয়টি সুষ্টু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দিনাজপুর পুলিশ সুপার, পুলিশ সদর স দপ্তর, রংপুর ডিআইজিসহ সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply