বিরামপুরে পুলিশের মাদক প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা
Published on Thursday, December 5, 2019 at 7:20 pm
বিরামপুর ( দিনাজপুর ) থেকে, জালাল উদ্দীন রুমীঃ
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের মাদক প্রতিরোধ, বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষা নবিশ) রাজিব গাইন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির, ইউ পি চেয়ারম্যান নাজির হোসেন, রামচন্দ্রপুর মালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সাংবাদিক জালাল উদ্দীন রুমী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আমজাদ হোসেন কাজি প্রমূখ।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান উপস্থিত এলাকাবাসিদের উদ্দেশ্যে বলেন, আপনারা আইনকে শ্রোদ্ধা করতে শিখুন। মাদককে না বলুন, মাদক চোরাকারবারি ও মাদক সেবন কারিদের সনাক্ত করে আইন প্রয়োগকারিদের তথ্য দিয়ে সহায়তা করুন।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দু'টি বিষয়ে মানুষ পরিচিতি লাভ করেন। একটি ভাল অন্যটি মন্দ। আপনাদের পরিচয় কোনটা ? নিশ্চয় ভালটা। নিজে ভাল হউন অন্যকেও ভাল হতে বলুন। তিনি উপস্থিত সবাই কে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার আহবান জানান।
Leave a Reply