বিরামপুরে ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান
Published on Sunday, November 24, 2019 at 6:26 pm
বিরামপুর প্রতিনিধিঃ "সমাজসেবার ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পল্লি সমাজসেবা কার্যক্রম (আর এস এস) সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। রবিবার বৈকাল ৪টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম রাজু। উপজেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে এসময় ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ সুধীজন
প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম জানান, চারটি গ্রাম প্রকল্পর মাধ্যমে ৪৫ জন সুবিধাভোগীর মাঝে ১২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply