বিরামপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ বিতরণ
Published on Thursday, November 21, 2019 at 5:12 pm

জালাল উদ্দীন রুমীঃ দিনাজপুরের বিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০১৯ এর আওতায় গম, ভূট্টা, সরিষা শীতকালীন মুগডাল ও গ্রীস্মকালীন মুগডাল চাষে অগ্রাধিকার তালিকাভূক্ত ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু। উপজেলা প্রশাসন ও কৃষিস্প্রসারণ অধিদপ্তর বিরামপুর,দিনাজপুর আযোজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আবুহেনা মোস্তফা কামাল প্রমূখ।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ মহোদয়ের উপস্থিতিতে ৩'শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
Leave a Reply