বিরামপুরে ঔষুধের দাম বেশী নেওয়ায় ব্যবসায়ীর জরিমানা
Published on Thursday, November 21, 2019 at 1:06 pm
জালাল উদ্দিন রুমীঃ দিনাজপুরের বিরামপুরে পৌর শহরে ৬৪ টাকার ওষুধ ২'শ টাকায় বিক্রয় করার অভিযোগে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে "মা ফার্মেসি" নামে একটি ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০ নভেম্বর বুধবার দুপুরে বিরামপুর উপজেলা শহরের রেলগেট বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেছেন
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, পৌর শহরের " মা ফার্মেসি" নামে একটি ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠানে lasix-40 নামে একটি ওষুধের দাম ৬৪ টাকা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে ২'শ টাকা বিক্রি করছিল। এ ছাড়া ওই ঔষধ ব্যবসায়ী বিরুদ্ধে দোকানে ইবনে সিনা কম্পানির ওষুধ টেম্পারিং করে বিক্রয় অভিযোগ মিলেছে। এমন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সত্যধীকারির ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
Leave a Reply