বিরামপুরে ওসি’র নেতৃত্বে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
Published on Monday, June 8, 2020 at 10:12 pm
দুলাল হোসেন : দিনাজপুর জেলার বিরামপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ধানের ভুসি বোঝাই ট্রাকে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ট্রাকে তল্লাসি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ১'শ ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ৮ জুন সোমবার ভোরে ধানের ভুসি বোঝাই ঢাকা মেট্রো -ট- ১৪০৫-৬১ নং একটি ট্রাকে কয়েকজন যুবক মাদকদ্রব্য পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের ( গরুহাটি) পুরাতুন বাজার নামক স্থানে পৌছিলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে ট্রাকটি রেখে ট্রাকের চালকসহ মাদককারবারিরা পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১'শ ৭৫ বোতল ফেন্সডিলসহ ট্রাকটি জব্দ করা হয়।ওসি আরো জানান, এঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে।
Leave a Reply