বিরামপুরের কাটলাহাট থেকে আলু যাচ্ছে সারাদেশে
Published on Thursday, January 5, 2017 at 8:42 am
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে ছয়/সাত কিলোমিটার দূরে অবস্থিত কাটলাহাট। হাট ঘুরে দেখা গেল এক অন্য রকম চিত্র। হাটের বিশাল এলাকা জুড়ে বেচাকেনা চলছে শুধু আলু আর সেই আলু কেনাবেচাকে কেন্দ্র করে বসেছে অন্য দোকানপাট।
কথা বলে জানা গেছে, এ বছর এই এলাকা ও আশপাশের এলাকায় আলুর বাম্পার ফলন হওয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে পাইকারি ব্যবসায়ীরা এসেছে আলু ক্রয় করতে। আলুর মান ভালো হওয়ায় চাহিদাও অনেক। বিভিন্ন জায়গা থেকে ভ্যানে করে কৃষকরা আলুর এনে বিক্রি করছে। উত্পাদন বেশী হওয়ার কারণে প্রায় প্রতিদিনই হাট বসছে। ছয় থেকে সাত শত টাকা মণ দরে আলু কেনাবেচা চলছে। সারি বেঁধে ট্রাক বোঝাই করা হচ্ছে আলুর বস্তায়। এক পাইকারি ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেল, তিনি এসেছেন ঢাকা থেকে। কৃষকের সাথে কথা হলে তারা দাম কম হলেও উত্পাদন বেশী হওয়ার খুশি বলে মতামত দেন।
উপজেলার কৃষি কর্মকর্তার সাথে কথা জানা যায়, এই অন্চলের মাটি অনুযায়ী বীজ বপনের কারণে ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি স্বাভাবিকের চেয়ে বেশী আলু উত্পাদন হওয়ার কৃষকরা আলু চাষে আগ্রহী হয়েছে।
Leave a Reply