বিরল উপজেলা চেয়ারম্যান বাবু’র মা সালেহা খাতুন এর ইন্তেকাল
Published on Saturday, November 16, 2019 at 4:38 pm
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)ঃ দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বিরল উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান (বাবু) এর মা মোছাঃ সালেহা খাতুন (৯৬) বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল ১০.৪০ মিনিটে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার মরহুমার ১ম জানার নামাজ দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার মসজিদ মাঠে এবং দ্বিতীয় জানাযার নামাজ বাদ এশা রাত সাড়ে ৮ টায় বিরলের রাণীপুকুর ইউপি’র বিষ্ণপুর মুল্লুক দেওয়ান সত্যপীর ওয়াকফ স্টেট এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে স্বামী মরহুম মকবুল হোসেন এর কবরের পাশে দাফন কার্য্য সম্পন্ন করা হবে।
Leave a Reply