বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published on Friday, August 2, 2019 at 5:51 am
বিরল থেকে আতিউর রহমান: বৃহষ্পতিবার সকাল ১০ টায় বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষিকা মরহুমা নাজমা খাতুন এর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৈয়ব আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোঃ মনসুর আলী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন
Leave a Reply