বিরলে বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Published on Tuesday, November 5, 2019 at 11:42 am
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)ঃ রশিদা খাতুন রুবিকে সভাপতি ও উম্মে কুলসুম কেয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব মহিলা লীগের ৮১ সদস্য বিশিষ্ট বিরল উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার অনুষ্ঠানে উপজেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি জাকিয়া সুলতানা বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শিল্পী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহ-সভাপতি সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ম- সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুন নাহার লিপি, জেলা মহিলা যুবলীগের সভাপতি ছবি সিনহা, সাধারণ সম্পাদক মাহামুদা বেগম মুক্তা, উপজেলা মহিলা লীগের সভাপতি কুলছুমা বেগম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়। সম্মেলনে ২য় পর্বে রশিদা খাতুন রুবিকে সভাপতি ও উম্মে কুলসুম কেয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ যুব মহিলা লীগের ৮১ সদস্য বিশিষ্ট বিরল উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।
Leave a Reply