বিরলে জাতীয় যুব দিবসে ব্যাপক কর্মসূচী পালিত
Published on Friday, November 1, 2019 at 9:01 pm
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)ঃ বিরলে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
শুক্রবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম রওশন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাসরিন জাহান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোহাম্মদ সোয়াইব, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, ধামইর ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ফরক্কাবাদ ইউপি চেয়ারম্যান এ বি এম রাশেদুল কবীর রনি প্রমূখ। সঞ্চালনা করে পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়কারী নাহিদুজ্জামান। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply