বিরলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
Published on Monday, November 25, 2019 at 4:28 pm
বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে ২০১৯-২০ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে ২১৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ (সরিষা, গম, ভূট্টা, মুগডাল) ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বীজ বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, মৎস্য অফিসার কৃষিবিদ পূরবী রাণী রায়, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমেদ।
উদ্বোধনী সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply