বিরলের বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Published on Friday, December 6, 2019 at 8:03 pm
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)ঃ
শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিরল উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। অন্যান্যদের মধ্যে যুগ্ম-আহ্বায়কঃ রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মধু, আব্দুর রশিদ, সুলতান মাহমুদ (সাবেক ইউপি চেয়ারম্যান), হামিদুর রহমান (সাবেক ভিপি), এ্যাড. বাকি, সাদেক আলী, হাসান আলী (সাবেক ইউপি চেয়ারম্যান) ও সদস্য ঃ মোস্তাফিজুর রহমান আক্কারুল (সাবেক ইউপি চেয়ারম্যান), নুর ইসলাম (সাবেক ইউপি চেয়ারম্যান), সালেউর রহমান মন্টু, হাজী জালাল উদ্দিন, মানিক হোসেন, মোশারফ হোসেন, মোশারফ হোসেন (সাবেক সেনা কর্মকর্তা), মিজানুর রহমান মিলন, আবু নাসার প্রধান, আব্দুর রাজ্জাক, আবুল কালাম, আতাউর রহমান আতা, ওয়াসীম আলী, আব্দুর রশিদ ও মোঃ লিটনসহ অনেকে বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ আগামীদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও সকল রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় ঘোষীত কর্মসূচী পালন এবং সাংগঠনিক কার্যক্রম বেগবানের আশ্বাষ ব্যক্ত করেন।
Leave a Reply