বিরলের তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ্ মাদরাসা এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Published on Saturday, November 16, 2019 at 5:57 pm
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)ঃ
শতবছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিরলের ফরক্কাবাদ ইউপি’র তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ্ মাদরাসা এর কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলহাজ্ব আব্দুল্লাহ হিল কাফি। শুক্রবার বাদ এশা সভায় মাদ্রাসার প্রাক্তণ শিক্ষক আব্দুল্লাহ এর নিকট পাওনা আদায়, মাদ্রাসার সম্প্রসারিত উন্নয়ন কাজ
ত্বরান্বিতকরণ, স্যানিটেশন এর কাজের স্থান নির্ধারণ ও আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত আলোচনা করা হয়। এ সময় মাদ্রাসার সহ- সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ আবুল খায়ের, সহ-সম্পাদক এ কে এম শরীফ, অন্যতম সদস্য গোলাম মোস্তফা গোলাপ, নজরুল ইসলাম, সাইদুর রহমান, আল ফারুক, আলহাজ্ব মোঃ আনছার আলী, মোশারফ হোসেন, সাংবাদিক আতিউর রহমান, অধ্যক্ষ মাওঃ মোঃ হুসেইন, উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল আজিজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply