বিরলের আজিমপুর ও রাজারামপুর ইউপি শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
Published on Friday, December 6, 2019 at 3:22 pm
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)ঃ
৫ডিসেম্বর বৃহষ্পতিবার বিরলের ১ নং আজিমপুর ইউপি ও ১২ নং রাজারামপুর ইউপি শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাুইন্সল অনুষ্ঠিত হয়েছে। ১নং আজিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও ১২ নং রাজারামপুর ইউনিয়নে মালঝাঁড় (ছেতেরা) বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের ১ম পর্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহ-সভাপতি সারওয়ারুল ইসলাম বাবলু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম অরু, মেনু রাম সরকার, বীরমুক্তিযোদ্ধা সোলেমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সৈয়দ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
কাউন্সিলের ২য় অধিবেশনে ১নং আজিমপুরে আব্দুল আউয়াল চৌধুরী (ইউপি চেয়ারম্যান) সভাপতি ও আসাদুজ্জামান নোবেল কে সাধারণ সম্পাদক এবং ১২ নং রাজারামপুর ইউনিয়নে মুকুল চন্দ্র রায় (ইউপি চেয়ারম্যান) সভাপতি ও নাজিম উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
১২ নং রাজারামপুর ইউনিয়নে মুকুল চন্দ্র রায় (ইউপি চেয়ারম্যান) সভাপতি ও নাজিম উদ্দীনকে সাধারণ সম্পাদক
Leave a Reply