বিবেকের নদী শুন্য
Published on Saturday, December 21, 2019 at 4:28 pm

-জালাল উদ্দীন রুমী, বিরামপুর, দিনাজপুর
নদী বয়ে চলছে
চোখের লোনা জলে,
শোকে পাথর এ বুক
শুন্যতা বাসা বাঁধে
কলিজার কোল ঘেঁষে,
আমি তবুও টলায়নি একচুল।
খরস্রোতার নিষ্ঠুর বিবেক
চোখের লোনা জলের শুন্যতায়
দেহতরির মরানদীতে আজ ধুধু
মরিচিকার ধবল ধোঁয়া,
ওপারের নদীটা এখন কলোকলে
প্রতাশার সাগরে ছুটে চলেছে।
পাশের অন্য একটি বিষাক্ত কিটে ভরা
সরু নদীর কালো জলে
হিংস্র কুমিরের বসবাস,
খুরধার নখের আঁচড়ে
দেহের নরম মাংসপিন্ড আজ
দানবের মত খুবলে খুবলে
দু'পাটি দাঁতে চিবিয়ে খাচ্ছে,
তবুও আমার মরন হয়না
কষ্ট নিয়ে রোজ রোজ বেঁচে থাকি,
ভয়টা যেন কোন মতেই
আমার পিছু ছাড়তেই চায় না।
প্রাণ ফিরে পেয়ে
আমার দেহের মরা নদীটা
চির দিনের জন্য বাঁচার স্বপ্নে
কতই না আকুতি জানিয়ে
ধীর পায়ে সমূখ পানে
এগিয়ে চলছে তো চলছেই।#
Leave a Reply