বিপুল ভোটে দক্ষিণের মেয়র নির্বাচিত তাপস
Published on Sunday, February 2, 2020 at 12:41 pm
এমসি ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনকে ১ লক্ষ ৮৮ হাজার ৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ভোট পড়েছে ২৯.০০২ শতাংশ।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস পেয়েছেন ৪ লক্ষ ২৪ হাজার পাঁচশত ৯৫ ভোট এবং বিএনপির ইশরাক হোসেন পেয়েছেন ২ লক্ষ ৩৬ হাজার পাঁচশত ১২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন পেয়েছেন ১০ হাজার ৮৭৬ এবং জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৪ হাজার ৭৭২ ভোট।
শনিবার মধ্যরাত ১২টা ৪০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা দুই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। বিরোধী দলগুলোর বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। তবে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
একনজরে ঢাকা দক্ষিণ সিটি-
মোট ভোটার: ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪
পুরুষ: ১২ লাখ ৯৩ হাজার ৪৪১
নারী: ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩
মোট ভোটকেন্দ্র: ১ হাজার ১৫০
ভোটকক্ষ: ৮৭৬
সাধারণ ওয়ার্ড: ৭৫
সংরক্ষিত ওয়ার্ড: ২৫
Leave a Reply