বাসচাপায় স্কুলছাত্র নিহত
Published on Saturday, September 14, 2019 at 5:30 pm
এমসি ডেস্কঃ ভোলার লালমোহন উপজেলার পৌর শহরের মুসলিম হোটেলের সামনে শনিবার সকালে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মো. শরীফ (১৪) লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, সকাল ৮টার দিকে শরীফ প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এ সময় চরফ্যাশন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ।
এ ঘটনায় শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাসচালককে আটকের দাবিতে বিক্ষোভ করে এবং চৌমাথা মোড় অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনেন।
ওসি জানান, নিহত শরীফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ইউএনবি।
Leave a Reply