বাবরি মসজিদ মামলার রায় আজ, ১৪৪ ধারা জারি
Published on Saturday, November 9, 2019 at 12:30 pm
এমসি ডেস্কঃ বহুল আলোচিত ভারতের অযোধ্যা মামলা তথা বাবরি মসজিদ মামলার রায় আজ শনিবার। একটানা ৪০ দিন শুনানি শেষে স্থানীয় সময় সকালে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর রায়ের মাধ্যমে ৫০০ বছরের বিতর্কের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। ১৯৯২ সালে কট্টর হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলে সেখানে রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়। ওই সময় এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়।
বহুল আলোচিত এই রায়কে ঘিরে উত্তর প্রদেশ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে রাজ্য সরকার, জারি করা হয়েছে ১৪৪ ধারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার রাতে এক টুইটে বলেন, ‘গত কয়েক মাস ধরে লাগাতার শুনানির পর কাল অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। গোটা দেশের নজর এই মামলার দিকে, তাই সমাজের সর্বস্তরের মানুষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন।’
Leave a Reply