বান্দরবানে গোলাগুলি, নিহত ৬
Published on Tuesday, July 7, 2020 at 2:54 pm
এমসি ডেস্ক : বান্দরবানের বাগমারায় দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৭টার কিছু পরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়া সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা হঠাৎ করেই বাগমারা বাজারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল সন্ত্রাসী। কয়েক মিনিটের মধ্যে তাদের জবাবে দিতে অপর পক্ষ থেকেও গুলি ছোড়া হয়। সাধারণ মানুষ চারিদিকে পালিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে চলে গুলি বিনিময়। বাজারের মধ্যেই ৫ জন মারা যান। অন্য একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
জানা যায়, আহত-নিহত সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য হলেও অপর পক্ষে কারা ছিল, তা এখনো জানা যায়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখছেন কমিটির সদস্যরা।
Leave a Reply