বাজেট প্রত্যাখ্যান বিএনপির, এই বাজেট জনগণের সাথে ধাপ্পাবাজির বাজেট: ফখরুল
Published on Sunday, June 11, 2017 at 3:51 pm

190 Views

প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট জনগণের সাথে সরকারের ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এই বাজেটকে প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, মানুষকে বোকা বানানো আর প্রতারণার বাজেট এটি।এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি। অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলেতে পারি এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কেবলমাত্র অলীক স্বপ্ন-কল্পনাই এই প্রস্তাবিত বাজেটের ভিত্তি।’
ফখরুল আরো বলেন, ‘অর্থমন্ত্রী তার বাজেট ডকুমেন্ট এর শিরোনামের সঙ্গে দুটি শ্লোগান ব্যবহার করেছেন। শ্লোগান দুটি হলো ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশঃ সময় এখন আমাদের’। কিন্তু এই ‘উন্নয়নের মহাসড়ক’ খানাখন্দকে ভরা। এর উপর দিয়ে চলতে গেলে পদে পদে দুর্ঘটনার আশংকা।’
ফখরুল বলেন, ১ লক্ষ ১২ হাজার ২ শত ৭৫ কোটি টাকার ঘাটতি দেখিয়ে যে বিরাট আকারের বাজেট, এই বাজেটের অর্থ কি? এটা নিছক বিরাট-অংকের-বাজেট প্রচারণার ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়।
ফখরুল আরো বলেন, ইতোমধ্যে বাজারে চালের দাম, বিশেষ করে মোটা চালের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি কেজি প্রতি ১০ টাকার কম নয়। অথচ এই সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ১০ টাকা কেজিতে চাল নিশ্চিত করা। কিন্তু প্রতি কেজি মোটা চালের দাম ৪৮ টাকা। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে। চালের দাম বেড়ে যাওয়ায় প্রায় ২ কোটি নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়েছে। কয়েক বছর ধরে সরকার চাল ও অন্যান্য খাদ্য বিষয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় আজ চালের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়ে তাদের জীবনে নাভিশ্বাস উঠেছে।’
Leave a Reply