বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল -এমপি মনোরঞ্জন শীল গোপাল
Published on Saturday, November 7, 2020 at 12:22 am
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির রোল মডেল। ৬ নভেম্বর ২০২০ শুক্রবার দুপুরে বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এমপি গোপাল আরো বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সা¤প্রদায়িক স¤প্রীতির রোল মডেল। সা¤প্রদায়িক স¤প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যেকোনো মূল্যে এই স¤প্রীতি ধরে রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি প্রতিটি মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তিনি বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সবাইকে
একযোগে কাজ করার আহŸান জানান। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি সুনীল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, থানার ওসি আব্দুল মতিন প্রধান, পুজা উদযাপন পরিষদের জেলা সাধারন সম্পাদক উত্তম রায়, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম
সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পুজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা।
অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এমপি মনোরঞ্জন শীল গোপাল ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উদ্বোধক
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি সুনীল চক্রবর্তী।
Leave a Reply