‘বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে, কোনো দিন হতে পারে না’
Published on Thursday, October 10, 2019 at 11:23 am
এমসি ডেস্ক: বাংলাদেশের কোনো স্বার্থ তিনি নিজে বিক্রি করবেন এমনটি কখনোই হতে পারে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ থেকে ভারতে এলপিজি গ্যাস রপ্তানির ব্যাপারে স্বাক্ষরিত যৌথ প্রকল্পে দেশের স্বার্থ কতটুকু সংরক্ষিত হয়েছে-এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা কোনো দিন হতে পারে না। এটা সবার জানা উচিৎ। বরং যে যে সমস্যাগুলো ছিল, প্রত্যেকটি সমস্যার যদি সমাধান হয়ে থাকে, তাহলে আমরাই তা সমাধান করেছি ’।
Leave a Reply