বস্তির আগুন নিয়ন্ত্রণে
Published on Saturday, October 31, 2020 at 2:11 am
এমসি ডেস্ক: রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১০টার ঠিক পর পরই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
তিনি জানান, কল্যাণপুর নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১০টা ৩ মিনিটের দিকে আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আরো ইউনিট পাঠানো হয়। অবশেষে ১৩টি ইউনিট কাজ করে রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, ফায়ার ফাইটাররা আগুন পুরোপুরি নির্বাপণে এখনো কাজ করছেন।
আগুন নিয়ন্ত্রণে
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের যে দল ঘটনাস্থলে কাজ করেছে, তাদের রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
Leave a Reply