বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
Published on Monday, November 4, 2019 at 12:38 pm

এমসি ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- খাসতবক গ্রামের মান্নানের ছেলে দেলোয়ার হোসেন, তার ভাইয়ের ছেলে রাসেল এবং ভাইয়ের স্ত্রী হামিদা বেগম।
স্থানীয়রা জানান, সকালে দেলোয়ার সুপারি গাছ কাটতে যান। গাছটি কাটার পরে পল্লীবিদ্যুতের তারের ওপর পরে যায়। এ সময় বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গেলে তাতে জড়িয়ে যান তিনি। তার চিৎকারে রাসেল ও হামিদা এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply