বনপা’র রংপুর বিভাগীয় কমিটি গঠন
Published on Sunday, March 13, 2016 at 12:33 am
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়শন (বনপা) এর রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপন ওই কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে সিসি নিউজ ২৪ ডটকম’র প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন সভাপতি, উত্তরবাংলা ডটকম’র প্রকাশক মুরাদ মাহমুদ সাধারণ সম্পাদক এবং নিউজ ডায়েরী বিডি ডটকম’র সম্পাদক মাহমুদুল হক মানিক সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ওয়াহিদুল ইসলাম- সিনিয়র সহ সভাপতি (আলোছায়া), সরদার ফজলুল হক- সহ সভাপতি (তিস্তা নিউজ), মোস্তফা কামাল সুমন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (গোবি খবর), মহিদুল আহমেদ বাবু- যুগ্ম সাধারণ সম্পাদক (রাঙ্গা প্রভাত), একরামূল হক বেলাল- সহ সাংগঠনিক সম্পাদক (সংবাদ প্রতিক্ষণ), রোকনুজ্জামান রোকন- অর্থ সম্পাদক (মানবকথা), আনোয়ার সাদাত- দপ্তর সম্পাদক (টিটি নিউজ), আহসান হাবীব বাবু- প্রচার ও পাবলিকেশন সম্পাদক (নীলফামারী টাইমস), মিটুল চৌধুরী- শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক (ওপেন ওয়াল্ড), রইজ উদ্দিন রকি- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (ছায়াপথ), বজলুর রশিদ- সমাজ কল্যাণ ও আইন বিষয়ক সম্পাদক (পীরগঞ্জ নিউজ) এবং নির্বাহী সদস্য রোকনুজ্জামান রনি (দিনাজপুর নিউজ২৪), হাবিব ইফতেখার (এমকে টেলিভিশন), আব্দুস সাত্তার (যোদ্ধা), মোস্তাকিম সরকার (মুক্তি নিউজ), টিটু ইফতেখার (অবলোকন), জামাল উদ্দিন (সময় চিত্র), সাদিকুল ইসলাম (প্রিয় বিডি), আজিনুর রহমান (নিউজ ওয়াল্ড) ও আব্দুর রাজ্জাক (বীরগঞ্জ প্রতিদিন)।
Leave a Reply