ফের নৌকাডুবি, প্রাণ গেলো ৫৮ অভিবাসীর
Published on Thursday, December 5, 2019 at 1:11 pm
এমসি ডেস্কঃ সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় বেশ কিছু নৌকাডুবির ঘটনার খবর পাওয়া গেলেও এবার ঘটেছে আটলান্টিকে। জাতিসংঘ অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, আটলান্টিক মহাসাগরের মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলতি বছরে নিজেদের ভাগ্য বদলে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাত্রাপথে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, জ্বালানি কমে আসায় অন্তত ১৫০ জন অভিবাসীকে নিয়ে নৌযানটি মৌরিতানিয়ায় আসার চেষ্টা করছিল। অন্তত ৮৩ জন অভিবাসী সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছে। মৌরিতানিয়া কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলের শহর নুয়াডিবাউতে আসা অভিবাসীদের সহায়তা করেছে।
বেঁচে ফেরা ওই অভিবাসীরা জানান, নারী ও শিশুসহ তাদের নৌযানটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে যাত্রা করেছিল।
মৌরিতানিয়ার অভিবাসন সংস্থা প্রধান লোরা লুঙ্গারোতি জানান, ঘটনার পর মৌরিতানিয়া কর্তৃপক্ষ খুব দক্ষতার সাথে উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং তাদের সেবা দিয়েছে।
Leave a Reply