ফেইসবুকে মহানবী (সাঃ) কে কটুক্তি করায় এক যুবক আটক
Published on Wednesday, January 8, 2020 at 6:32 pm

সরকার মোহা. কামরুজ্জামানঃ দিনাজপুরের চিরিরবন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে কটুক্তি করায় চিত্র রায় (২২) নামের একজনকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাতনালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মানিক বাটি গ্রামে।

চিত্র রায় ওই এলাকার মিস্ত্রি পাড়ার প্রভাষ রায়ের পূত্র বলে জানা গেছে।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিত্র রায় চিত্র নামের একটি ফেইসবুক আইডি থেকে মহানবী (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি মূলক একটি লেখা আপলোড করে।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিত্র রায় চিত্র নামের একটি ফেইসবুক আইডি থেকে মহানবী (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি মূলক একটি লেখা আপলোড করে।

পরে সেখানে তাকে পাওয়া গেলে ওই এলাকায় তার নানা বাড়ি ধনেশা পাড়া অতুল চন্দ্র রায়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।।
Leave a Reply