ফুলবাড়ী শাখার উদ্যোগে নিরাপদ সড়ক আন্দোলনের দুই যুগ পূর্তি উৎযাপন
Published on Friday, December 1, 2017 at 11:17 pm
কোয়াসিম সিদ্দিকী জনিঃ সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই-এর দুই যুগ পূর্তিতে সারা দেশের ন্যায় ফুলবাড়ী শাখার উদ্যোগে গত ১ ডিসেম্বর বেলা ৩ টায় ফুলবাড়ী বাস স্ট্যান্ড চত্তরে নিসচা ফুলবাড়ী শাখার আয়োজনে ও স্ট্যান্ড কমিটির উদ্যোগে এক দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ফুলবাড়ী স্ট্যান্ড কমিটির সভাপতি স্রমিক নেতা শাহজাহান আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ান ডায়াগনসটীক সেন্টারের এম.ডি ও ইঞ্জিনিয়ার হাসান ফরিদ, অনলাইন পত্রিকা মাইনিং সিটির বার্তা প্রধান ইমাম রেজা, নিসচার সদস্য আরিফ খান জয়, ইমরান চৌধুরী প্রিন্স, হামিদুর রহমান, হাফিজুর ইসলাম, আল-আমিন সরকার সহ ফুলবাড়ি শ্রমিক সংগঠনের সদস্য ও ফুলবাড়ীর সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, নিসচা'র ফুলবাড়ী শাখার সভাপতি ও অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খাজানুর হায়দার লিমন। অনুষ্ঠানের শুরুতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের দুই যুগ পূর্তিতে কেক কেটে সকলের মাঝে বিতিরণ করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ তোফায়েল আহমাদ।
Leave a Reply