ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার
Published on Monday, October 21, 2019 at 2:15 pm
কে এস জনীঃ দিনাজপুরের ফুলবাড়ীতে গত ২০ অক্টোবর (রবিবার) রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার পুকুরি মোড় নামক স্থানে এসআই হালিম এর নেতৃত্বে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ এন্তাজুর রহমান বাবু (৪৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও তার ব্যবহারিত বাজাজ প্লাটিনা (ইন্ডিয়া)-১০০সিসি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ সেখান থেকে ফেন্সিডিল, মোবাইল ও মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, পালাতক আসামী উপজেলার কাজিহাল ইউনিয়ানের পুখরিমোড়ের মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধরায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply