ফুলবাড়ীর শিবনগর ইউপি পরিষদে বাজেট নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত
Published on Tuesday, November 20, 2018 at 5:04 pm
মোশারফ হোসেন : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
২০ শে নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় যৌথ আয়োজনে জিবিকে আলো প্রকল্প ও শিবনগর ইউনিয়ন পরিষদে বাজেট নিয়ে মতবিনিময় সভা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
বাজেট নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিবিকে আলো প্রকল্পের ব্যবস্থাপক মোঃ নুরুল আলম শুভ। অনান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবনগর ইউপির চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব, জিবিকে আলো প্রকল্পের শাহ মোঃ সাদিয়ার রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ আলো প্রকল্পের টি.ও দেলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া, মোঃ তানজিদুর রহমান গ্লোরিয়া মুর্মু, শিউলি বাড়া। ইউনিয়ন পরিষদে বাজেট নিয়ে মতবিনিময় সভাটি পরিচালনা করেন টি.ও এডভোকেসীর মোঃ নুরে আলম সিদ্দীকি নিউডন। বাজেট নিয়ে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদিক গন উপস্থিত ছিলেন।
সহযোগীতায় ছিলেন হেকস/ইপার সুইজারল্যান্ড। পরিশেষে জিবিকে আলো প্রকল্প কর্তৃক তৈরি সামাজিক নিরীক্ষা প্রতিবেদনটি হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যানের নিকট।
ভ্রাম্যমান প্রতনিধিি: ফুলবাড়ী, দিনাজপুর
০১৭২১৪১৭৫০২
Leave a Reply