ফুলবাড়ীর গণমানুষের দাবি নিয়ে আয়োজিত সমাবেশটি বিশেষ কারণে স্থগিত
Published on Friday, November 29, 2019 at 1:11 pm
এম আর মামুনঃ দিনাজপুরের ফুলবাড়ীতে আজ ২৯ নভেম্বর শুক্রবার গণমানুষের দাবি নিয়ে আয়োজিত গণসমাবেশটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আয়োজক কমিটির সাথে কথা হলে তারা জানান, প্রশাসনের নিকট মৌখিক ভাবে অনুমতি নিয়ে গণসমাবেশটি'র কার্যক্রম শুরু করা হয়।হঠাৎ গত মধ্যরাতে সংশ্লিট প্রশাসন আমাদের কে জানায় আজকের ফুলবাড়ী সরকারি কলেজ সংলগ্ন শহিদ মিনারে যে গণসমাবেশটির আয়োজন করা হচ্ছে তার লিখিত কোন অনুমতি নেই। লিখিতভাবে কোন অনুমতি না থাকায় এই সমাবেশের অনুমতি আমরা দিতে পারি না। আয়োজক কমিটির আর এক সদস্য বলেন, সময় স্বল্পতার কারণে এখন আর লিখিতভাবে কোন অনুমতি নেয়ার সুযোগ নেই। তাই আমাদের আজকের এই গণসমাবেশটি মুলতঃ এই কারণেই স্থগিত করা হলো।আমাদের এই ব্যার্থতার জন্য আমরা সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি। একই দাবি নিয়ে এই সমাবেশটির তারিখ পরে জানানো হবে।
Leave a Reply