ফুলবাড়ীর এলুয়াড়ীতে ডাকাতির চেষ্ঠা ব্যর্থ
Published on Monday, July 29, 2019 at 1:19 pm
জিয়াউর রহমানঃ গত ২৮ জুলাই রবিবার দিন গত রাত অনুমান ১১টা ৩৫মিনিটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউ.পি’র রাধাকৃষ্ণপুর মৌজায় শফিকুল সরকারের দুগ্ধজাত খামার বাড়ীতে স্বসস্ত্র সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় । ফার্মে ডাকাত দল প্রবেশ করেছে এমন খবর পেয়ে ফার্ম মালিকের ছোট ভাই অনলাইন পোর্টাল মাইনিং সিটি’র সম্পাদক, আর জে এফ ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সরকার মো. কামরুজ্জামান ঘটনা স্থলে আসার পথে পথি মধ্যে দেখা হয় টহলরত ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আবেদের সাথে । ঘটনা জানার পর তৎক্ষনাত তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে হ্যান্ড মাইক দিয়ে ডাকাত দলকে অস্ত্র ফেলে দিয়ে আত্নসমর্পনের নির্দেশ দেন । এসময় ডাকাত দল অবস্থা বেগতিক দেখে ফার্মের পশ্চিম পাশ ফাকা স্থান দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । বিষয়টি নিয়ে বিজিবির রুদ্রানি ক্যাম্প কমান্ডার সুবেদার বাদশা মিঞার সাথে মুঠফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন । বিজিবি অধিনায়কের সাহসী পদক্ষেপের কারনে স্বসস্ত্র সংঘবদ্ধ ডাকাত দলের ডাকাতি চেষ্টা ব্যর্থ হওয়ায় এলাকার সচেতন মানুষ অধিনায়ক কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।খবর নিয়ে জানা গেছে, বিশাল এই দুগ্ধজাত খামারে প্রায় দেড় কোটি টাকার গবাদি পশু ছিল ।
Leave a Reply