ফুলবাড়ীতে ১শত ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ
Published on Monday, March 16, 2020 at 9:00 pm
এমসি ডেস্কঃ মাদকের বিরুদ্ধে লড়েই যাচ্ছেন ওসি ফখরুল ইসলাম। দিনাজপুরের ফুলবাড়ী থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে আপসহীন ভূমিকায় অবর্তীন হয়েছেন তিনি। সে সময় সাংবাদিক দের সাথে মতবিনিময়ে তিনি বলেন, আমি যতদিন ফুলবাড়ী থানায় আছি মাদকের সঙ্গে কোন আপোস করাবো না। সেই কথার প্রমাণ তিনি দিয়েই যাচ্ছেন। তেনার নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী ও চোরাকারবারী বিরোধী অভিযান চলছেই। তারই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ রাত্রি ৯.৩০ মিনিটে উপজেলার কাজিহাল মাদরাসা রোডে বিশেষ অভিযান চালিয়ে মোঃ আসাদ বাবু (৩০) পিতা- মোঃ বাহারুল মন্ডল সাং রুদ্রাণী থানা ফুলবাড়ী,জেলা-দিনাজপুর কে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে ফুলবাড়ী থানার চৌকশ পুলিশ সদস্যরা। তার সংগীয় অপর ১ আসামী মোঃ খারিজুল ইসলাম পিতা-মৃত মিজানুর রহমান সাং- উত্তর জগন্নাথপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ¶মতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা করা হয়। মামলা নং- ১৩ তারিখ ১৬/০৩/২০২০ ইং। অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম এর নেতৃত্বে এই বিশেষ অভিযানে অংশ নেন থানার সেকেন্ড অফিসার এস আই সেকেন্দার আলী, এএসআই হাসিবুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। ওসি ফখরুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, আমি আবারো বলছি মাদকের ব্যাপারে কোন ছাড় দেবনা, এই অভিযান অব্যাহত থাকবে, ফুলবাড়ীকে মাদক মুক্ত করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply