ফুলবাড়ীতে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী নিহত
Published on Wednesday, February 20, 2019 at 2:58 pm

মোশারফ হোসেন: দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একে অপরের ছুরির আঘাতে শাহানাজ পারভিন (১৮) নামে এক গৃহবধু নিহত হয়েছে। স্বামী সাজু মিয়া (২২) গুরুতর আহত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । গত ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের কৃষ্ণপুর গ্রামে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত শাহানাজ পারভিন পার্বতীপুর উপজেলার বৈ-গ্রামের সাহিদুল সরদারের মেয়ে। গুরুতর আহত সাজু মিয়া কৃষ্ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে । এই ঘটনায় নিহত শাহানাজ পারভিনের পিতা সাহিদুল সরদার বাদী হয়ে ঐ দিন রাতে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গ্রামবাসীরা বলেন, পারিবারিক কলহের
জের ধরে
সাজু মিয়া
ও শাহানাজ
পারভিনের মধ্যে
ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
একে-অপরের
ছুরির আঘাতে সাজু মিয়া ও শাহানাজ
পারভিন উভয়ে
গুরুতর আহত
হলে, পরিবারের
সদস্যরা তাদের
তৎক্ষনাত উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল
অফিসার ডাঃ
রেজাউল করিম
শাহানাজ পারভিনকে
মৃত বলে ঘোষনা
করেন।
শাহানাজ পারভিনের মৃত্যুর খবর শুনে,
সাজু মিয়ার
পরিবারের সদস্যরা
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ শাহানাজ পারভিনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । আহত সাজু মিয়াকে পুলিশ হেফাজতে রেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply