ফুলবাড়ীতে সরকারী কলেজের জায়গা অবৈধ্য দখল মুক্ত করার দাবিতে ছাত্রদের রাজপথ অবরোধ
Published on Tuesday, January 21, 2020 at 8:26 pm
সরকার মোহা. কামরুজ্জামানঃ দিনাজপুর ফুলবাড়ী সরকারী কলেজের জায়গা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মহল দখল করে মাদকসহ বিভিন্ন অপরাধ মুলক ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে গত ২০ জানুয়ারী সড়ক ও জনপদ এর উচ্ছেদ অভিযান চলাকালে কলেজ কর্তৃপক্ষ সড়ক ও জনপদের সাথে যোগাযোগ করে সড়ক ও জনপদের ব্যবহারীত স্কেপেটার দ্বারা কলেজের জায়গায় অবৈধ্য দখল নিয়ে নির্মান করা দোকানপাট ভেঙ্গ ফেলে। সেখানে থাকা পশ্চিম কোনে ৫শতক জায়গা ব্যক্তিগত দাবি করে ১,২,৩নং ওয়ার্ডের মহিলা কমিশনার মোছাঃ রোকেয়া বেগম প্রায় ৮ বছর পূর্বে আদালতে সরকারী কালেজের বিরুদ্ধে মামলা দ্বায়ের করেন। মামলা এখনও চলমান আছে। ২১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় কলেজের সকল অবৈধ্য দখল পরিপূর্ণ মুক্ত করতে কলেজের সর্বদলিয় ছাত্র ঐক্য ছোট যমুনা নদীর পশ্চিম দিকে বটতলির এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় দিনাজপুর থেকে আসা ফুলবাড়ী হয়ে ঢাকা অভিমূখী যাওয়া সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় দিকে প্রায় দীর্ঘ তিন কিলোমিটার যান জটের সৃষ্টি হয়।
বিষয়টি প্রশাসনের নজরে আসলে তৎক্ষনাত উপজেলা সহকারী(ভুমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ কানিজ আফরোজ,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক ও বাদি মহিলা কমিশনার মোছাঃ রোকেয়ার সাথে কথা বলে কলেজের সম্পূর্ণ জায়গায় তার কাটার বেড়া ও ইটের প্রাচীর নির্মান করার সহযোগীতার আশ্বাসের সের দিলে আন্দোলনরত ছাত্ররা রাজপথ অবোরধ স্থগিত করেন। দুপুর ২টায় সকল প্রকার যান চলাচল সাভাবিক হয়।
Leave a Reply